দেশে ফিরেই সোনার পদক প্রাপ্তি বিনেশের
TODAYS বাংলা: মাত্র ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ায় প্যারিস অলিম্পিক্সের মহিলা কুস্তির ফাইনালের আগে তিনি বাতিল হয়ে গিয়েছিলেন। দেশে ফিরে চোখের জলে ভেসেছিলেন তিনি। সেই বিনেশ ফোগত পেলেন সোনার পদক! সেই পদক তাঁকে তুলে দিয়েছে হরিয়ানা সর্বখাপ পঞ্চায়েত। বিনেশ জানান, দেশের মানুষের এই সম্মান উদ্বুদ্ধ করবে অন্য মহিলা ক্রীড়াবিদদেরও। কারণ তাঁরাও বিশ্বাস করতে শুরু করবেন, কঠিন সময় সাধারণ মানুষ তাঁদের পাশে দাঁড়াবেন। তিনি বলেন, “সর্বখাপ পঞ্চায়েতের এই সম্মানের জন্য আমি চিরঋণী থাকব। এই সোনার পদক অমূল্য হয়ে থাকবে আমার কাছে। নতুন উদ্যমে লড়াই শুরু করতে চাই।”
