নতুন ওয়েবসিরিজের জন্য জুটি বাঁধলেন স্বস্তিকা – দেবাশিস
TODAYS বাংলা: পূর্বা রায়: নতুন ওয়েবসিরিজের কাজ নিয়ে টলিউডে নব জুটি বাঁধছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং দেবাশিস মন্ডল। গোয়েন্দা মুলক সিরিজটির নাম “জনি এন্ড বনি”।

অভিজিৎ চৌধুরী পরিচালিত এই ওয়েব সিরিজটি “ক্লিক” প্লাটফর্মে প্রকাশ পাবে। উক্ত গোয়েন্দা সিরিজের প্রথমভাগের শুটিং শুরু হতে চলেছে এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতাতে।

চলতি বছরে উত্তরণ এবং আনন্দ আশ্রম এর মত সাফল্য প্রাপ্ত ওয়েব সিরিজের পর এবার অভিনেত্রী স্বস্তিকা দত্ত কে দেখা যাবে “জনি এন্ড বনি” সিরিজে আঁখি চরিত্রে।

বিপরীত চরিত্রে রয়েছেন দেবাশিস মন্ডল বনি রূপে।
