নদিয়ায় আই টি আই কলেজ চালুর দাবি
নদীয়া , TODAYS বাংলা :
নদীয়ার মাজদিয়া সীমান্তবর্তী একটি গ্রাম ।জনপ্রিয়তার দিক থেকে বিচার করতে গেলে শহর কেও হার মানাবে এই গ্রাম ।শহরের পরিকাঠামোর জন্য যেগুলো প্রয়োজন তার সমস্ত কিছু রয়েছে এখানে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হন এগারো সালে তখন তার স্বপ্নের প্রকল্প ছিল বিভিন্ন জায়গায় ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আইটিআই কলেজ তৈরি করা ।সেই মোতাবেক মাজদিয়া হাইস্কুল মাঠে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হয় আইটিআই কলেজ।

গ্রাম্য এলাকায় ছাত্রছাত্রীরা আশায় বুক বেঁধেছিলেন যে তাদের সুবিধার্থে আইটিআই কলেজ হওয়ায় । তারা আই টি আই কলেজে পড়ার সুযোগ পাবে এই আশায় বুক বেঁধে ছিল অনেকেই ,তাই চাতক পাখির মতো চেয়ে ছিল কলেজের দিকে । কিন্তু তাদের সেই আশা অল্প দিনের মধ্যেই নিরাশায় পরিণত হল ।

কারণ 4 বছর আগে এই আইটিআই কলেজের সমস্ত কিছু কাজ শেষ হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত চালু হয়নি এই কলেজ ফলে হতাশায় দিন কাটাচ্ছে সকল ছাত্র ছাত্রীরা । তাদের দাবি মুখ্য মন্ত্রীর হস্তক্ষেপে অতি দ্রুত এই কলেজ চালু করা হোক ।এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার কে জানতে চাইলে তিনি বলেন চার বছর ধরে পড়ে রয়েছে এটা খুব খারাপ ব্যাপার আমরা আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যাতে অতি দ্রুত এই কলেজটি চালু করা হয় ।

তিনি আরো বলেন এই কলেজটি চালু হলে এলাকা ছাত্রছাত্রীরা যেমন পড়াশোনার সুযোগ পাবে তেমনি কিছু কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে ।এ ব্যাপারে কৃষ্ণগঞ্জের বিজেপির নেতা বুদ্ধদেব ঘোষ বলেন সরকার কোটি কোটি টাকা ব্যয় করে আই টি আই কলেজ করেছে যা ছাত্র ছাত্রীদের কাজে লাগেনা । লাগবে কি করে ওতো চালুই হয়নি ।

সরকারী টাকা শুধু অপচয় করা হচ্ছে । নতুন বিল্ডিং পড়ে পড়ে নষ্ট হচ্ছে অথচ সরকারের কোন দৃষ্টি নেই । একেবারে কৃষক বাজারের মত যা মানুষের কোন কাজে লাগে না শুধু মদপান মানুষের আনাগোনা দেখা যায় ।
ঠিক একইভাবে এই কলেজ তৈরি করে ছাত্রছাত্রীদের বঞ্চিত করা হচ্ছে তাদের দাবি অবিলম্বে আইটিআই কলেজ চালু করা হোক । এই ব্যাপারে এলাকার ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জানা যায় ছাত্র-ছাত্রীরা চাই এই কলেজ অবিলম্বে চালু হোক এখন দেখার বিষয় তাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায় কিনা সময় বলবে ।