নদীবাঁধে ভাঙন, গঙ্গার তলায় তলিয়ে গেল রাস্তা
Todays বাংলা: খর চৈত্রে নদীবাঁধে ভাঙন। গঙ্গার তলায় তলিয়ে গেল প্রায় ৫০ মিটার রাস্তা। এর জেরেই গরমের মধ্যে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে হাওড়ার উলুবেড়িয়ার বাসুদেবপুরের ১২টি গ্রামে। পরিস্থিতির জন্য কলকাতা পোর্ট ট্রাস্টকে কাঠগড়ায় তুলেছেন পঞ্চায়েত মন্ত্রী।

রবিবার সন্ধেতেও রাস্তা ছিল এখানে। এক রাতেই যেন পথের সলিল সমাধি। মাটির নদীবাঁধের ওপর বিছানো পিচ রাস্তার প্রায় ৫০ মিটার অংশ চলে গিয়েছে গঙ্গার গর্ভে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে হঠাতই ধসে যায় নদীবাঁধের একটা বড় অংশ। মাঝে মাঝেই নদীবাঁধ থেকে ঝুরঝুর করে ঝরে পড়ছে মাটি।

দুর্বল জায়গায় স্রোতের বারবার আঘাতে আলগা হচ্ছে বাঁধের গোড়া। বাঁধের ওপরে পিচ রাস্তার ফুটিফাটা দশা।

যে কোনও মুহূর্তে বড় ফাটল বরাবর আবার ধসে যেতে পারে নদীবাঁধ। গ্রীষ্মের মুখে প্লাবনের শঙ্কা তৈরি হয়েছে বাসুদেবপুরের ১২টি গ্রামে। উঠছে স্থায়ী নদীবাঁধ নির্মাণের দাবি।