April 20, 2025 | Sunday | 12:36 PM

নবান্ন অভিযানের পর দিল্লি সফর শেষ করে বাগডোগরা বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

0

TODAYS বাংলা: নবান্ন অভিযানের পর দিল্লি সফর শেষ করে বাগডোগরা বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এদিন দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি । তিনি বলেন , নবান্ন অভিযানের ঘটনায় বিজেপির কেন্দ্রীয় পাঁচ সদস্যের টিম গঠিত হয়েছে ।

সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই ঘটনায় উদ্বিগ্ন , যেভাবে গনতান্ত্রিক আন্দোলনকে হত্যা করা হয়েছে তা নিয়ে । ঘটনায় কারো হাত ভেঙেছে , কারও মাথা ফেটেছে । সঙ্গে এখানে শিলিগুড়িতে জেলা সাধারণ সম্পাদিকাকে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়েছে । ঘটনার তদন্তে প্রাক্তন আইপিএসদের নিয়ে এই টিম তদন্ত করবে ।

গোটা রাজ্যে থানা ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন , যেভাবে গনতান্ত্রিক আন্দোলনকে নির্মূল করার চেষ্টা হয়েছে । তা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে কোথায় হয়নি । আন্দোলনের আগের দিন স্টেশনে ঢুকে অত্যাচার করা হয়েছে যেটা আগে কোনদিনই হয় নি। এইভাবে বিরোধীদের কোনভাবেই থামিয়ে দেওয়া যাবে না বলে তিনি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *