নাকা চেকিং করতে গিয়ে ট্যাংরায় আহত হলেন পুলিশ কর্মী
TODAYS বাংলা: মঙ্গলবার রাতে ট্যাংরা এলাকার চায়না টাউন এবং ক্রিস্টোফার রোডের মাঝে নাকা চেকিং চলছিল। অভিযোগ, সে সময় একসঙ্গে বেশ কয়েকটি বাইক দ্রুত গতিতে যাচ্ছিল। তখনই কর্তব্যরত পুলিশকর্মীরা সেই বাইকগুলিকে থামান। সকলের থেকে নথি দেখতে চাওয়া হয়। তল্লাশির সময় বাইক আরোহীরা পুলিশকর্মীদের উপর চড়াও হন বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে অন্তত ২০-২৫ জন দুষ্কৃতী চড়াও হয় পুলিশকর্মীদের উপর। আক্রান্ত পুলিশকর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত ট্রাফিক সার্জেন্ট কৌতুক ঘোষ। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে তাঁকে। তাঁর শরীরের বিভিন্ন অংশে চোট রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
