নার্সিং অফিসার থেকে মডেল সুপর্ণা
TODAYS বাংলা, শ্রেয়া দাস : সুপর্ণা ঘোষালের মডেলিং জগতে আসা ২০১৯ এ। কিন্তু হঠাৎ কোভিড এর মহামারীতে সেই স্বপ্ন স্থগিত হয়ে যায়। ওই সময়ে তিনি যোদ্ধার মত সকল মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।


কারণ তিনি একজন নার্সিং অফিসার। তবুও নিজের স্বপ্নকে নিভে যেতে দেননি। তার ভালোলাগার মধ্যে রয়েছে বই পড়া, নাচ। তার মতে স্ট্রাগল ছাড়া কোনো সাফল্যই আসেনা। তিনিও স্ট্রাগল করার জন্য তিনি প্রস্তুত। আর এই লড়াইয়ে তাকে সবথেকে বেশি সাপোর্ট করেছেন তার যিনি তার কাছে একজন বড়ো বোনের মত। ছোটো থেকেই মডেলিংয়ের স্বপ্ন দেখেছেন। অবশেষে স্বপ্নের দিকে অধ্যায় শুরু করছেন TODAYS বাংলার হাত ধরে।
TODAYS বাংলার ক্যালেন্ডার ও ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন সুপর্ণা।

