নিউ টাউন সি এ ব্লক কালচারাল এসোসিয়েশন – এর এবারের থিম ‘বিজ্ঞাপনের বিবর্তন’
TODAYS বাংলা: নিউ টাউন সি এ ব্লক কালচারাল এসোসিয়েশন এবারে ৬ বছরে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “শান্তির খোঁজে”। তবে এবারে তাদের থিম হল ‘বিজ্ঞাপনের বিবর্তন’। তাদের এই থিমের ভাবনার কারণ বিজ্ঞাপন হলো আমাদের এখনের জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। সেই দিক টা তুলে ধরতেই চলেছেন তারা। মে মাস থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন জয়ন্ত দাস । শিল্পী হিসেবে রয়েছেন হীরক দাস। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে তার মধ্যে রয়েছে টাটা ক্যান্সার হসপিটালে চিকিৎসারত শিশুদের অঞ্জলির ব্যবস্থা করা।
