নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন কোচবিহারের নবনিযুক্ত পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ
TODAYS বাংলা: কোচবিহার ১৪ নং ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন কোচবিহারের নবনিযুক্ত পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার সকালে ১৪ নং ওয়ার্ডে রাস্তার আশে পাশের নোংরা ও নর্দমা পরিস্কারের কাজ তদারকি করেন তিনি।

নিজে দাড়িয়ে থেকে পুরকর্মীদের দিয়ে জঞ্জাল ও নর্দমা পরিষ্কার করান। চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, পৌরসভা এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এইরূপ উদ্যোগ। পাশাপাশি তিনি জানান, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ওয়ার্ডের জনগন কে সচেতন হতে হবে।

তারাও যেন নোংরা আবর্জনা নর্দমায় না ফেলে সেগুলি পৌরসভার গাড়িতে দিয়ে দেন। এই উদ্যোগে খুশী ওয়ার্ডের সাধারণ মানুষ।তারা জানিয়েছেন এই উদ্যোগ শহরকে পরিষ্কার রাখবে,যেটা একটা উন্নত শহরের প্রয়োজন সবচাইতে আগে।

রবীন্দ্রনাথ ঘোষের এই উদ্যোগ শহরকে আরো পরিচ্ছন্ন রাখবে বলে মনে করছেন শহরের সমস্ত বিশিষ্ট মানুষেরা।এই উদ্যেগ উত্তরবঙ্গের অন্যান্য শহরকেও রাস্তা দেখাবে বলে মনে করছেন তারা।
