নিজের হাতে চা তৈরী করে খাওয়ালেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ
TODAYS বাংলা :রলিগুড়িতে নিজের হাতে চা তৈরী করে খাওয়ালেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।আজ একেবারে ঘরের মহিলাদের মতন নিপুন হাতে চা তৈরী করে তিনি খাওয়ালেন নিজেদের দলের কর্মীদের এবং সাধারন মানুষকেও।জানালেন এই শীতে মানুষ চরম দুরাবস্থার মধ্যে আছেন।অনেকের কাছে চা একেবারে ওষুধের মতন।

তাই নিজের হাতে চা তৈরী করে একটু খাওয়ালাম সবাইকে।আমি নিজেও অনেকদিন ধরেই চাইছিলাম সবাইকে নিজের হাতে চা তৈরী করে খাওয়াব। তাই আজ আমার ইচ্ছে এবং মনোবাসনা অনেকটাই পূর্ন হল।আমি ভবিষ্যতেও চাই আবার এই সাধারন মানুষগুলোর কাছে এসে চা তৈরী করে খাওয়াতে।