‘নির্মল সাথী’-র সুপারভাইজারদের নিয়ে প্রশিক্ষণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হল শিলিগুড়ির রবীন্দ্রমঞ্চে
TODAYS বাংলা: শিলিগুড়ি পুর এলাকার সমস্ত ওয়ার্ড গুলোকে ময়লা-আবর্জনা মুক্ত রাখতে তথা উৎস থেকে বর্জ্য আলাদা করে বর্জ্য বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে ‘নির্মল সাথী’-র সুপারভাইজারদের নিয়ে প্রশিক্ষণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হল আজ শিলিগুড়ির রবীন্দ্রমঞ্চে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র এবং ডেপুটি মেয়র সহ অন্যান্য কাউন্সিলারেরা।

এদিন মেয়র জানান নির্মল সাথীর কর্মীরা ডেঙ্গু প্রতিরোধ করতে বড় ভূমিকা নেবে। তাদের যেকোন সাহায্যের প্রয়োজন হলে শিলিগুড়ি পুরসভা সবসময় পাশে থাকবে তাদের। এদিন প্রায় দেড়শো জনের হাতে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।