নির্যাতিতার বাড়ি থেকে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত ‘ন্যায়বিচার যাত্রার’জুনিয়র ডাক্তারেরা
TODAYS বাংলা: এ বার ‘ন্যায়বিচার যাত্রার’ ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শনিবার দুপুর ২টোয় আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের বাড়়ির এলাকা থেকে শুরু হবে এই কর্মসূচি। তার পর মিছিল যাবে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত। জুনিয়র ডাক্তারদের সূত্রে খবর, দীর্ঘ এই পথ হেঁটে পার করা সম্ভব নয়। তাই ‘রিলে’ পদ্ধতিতে এগোবে ‘ন্যায়বিচার যাত্রা’।১০ দফা দাবির সমর্থনে বৃহস্পতিবার ‘গণস্বাক্ষর সংগ্রহ’ করেন জুনিয়র ডাক্তারেরা। এ বার ডাক দেওয়া হল ‘ন্যায়বিচার যাত্রার’।মেয়ের জন্য বিচার চেয়ে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত নিজেদের বাড়ির সামনেই মঞ্চ বেঁধে ধর্নায় বসেছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। জানিয়েছিলেন, চাইলে যে কেউ ওই ধর্নামঞ্চে যেতে পারেন।