April 20, 2025 | Sunday | 4:07 AM

নীল মিলটন এর নতুন চমক “বিকেল ঘুড়ি ” মন কেড়ে নিলো দর্শকের।

0

TODAYS বাংলা: প্রেম প্রীতি ভালবাসা আবেগ সুখ দুঃখ এই সমস্ত মিলেমিশে আমাদের জীবনে সম্পূর্ণতা আসে । এর থেকে কোন একটা যদি বাদ দেওয়া যায় তাহলে মনে হয় জীবনটা অসম্পূর্ণ। অতঃপর এই ব্যস্ততার জীবনে আমরা কখনো কখনো আমাদের প্রিয় মানুষটির সাথে সময় কাটাতে পারিনা। তাই হয়তো ভালোবাসা বিকেলের ঘড়ির মতো উড়তে থাকে এই অপেক্ষাতে কখন সন্ধ্যা নামবে আর আমার প্রিয় মানুষটি আমার কাছে ফিরে আসবে। এমনই এক ভালবাসার চাতক পাখির গান এই “বিকেল ঘুড়ি”।

গানটি লিখেছেন গীতিকার নীল মিল্টন, কন্ঠ, সুর ও সংগীত আয়োজনে রুদ্র মজুমদার। লেখা, সুর ও গান সব মিলিয়ে এক অপূর্ব ধারার পরিবেশ সৃষ্টি করেছেন। তার সাথে অভিনয় রয়েছেন বিনয় ও তনুশ্রী। দুজনেই ইতিপূর্বে ইউটিউব জগতে খুব মিষ্টি একটি জুটি হিসেবে খ্যাতি পেয়েছে। এবং এই গানটি তাদের এই খ্যাতিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে। খুব মিষ্টি মিষ্টি প্রেমের পরিনয়কে ক্যামেরা বন্দী করেছে সিনেমাটোগ্রাফার সুরজ বিশ্বাস।

HM Series এর সাথে আগেও কাজ করলে এটা এখন পর্যন্ত সেরা কাজ বলে জানিয়েছেন। গানটি ইউটিউবে HM Series চ্যানেলে রিলিজ হয়েছে। HM Series এর পক্ষ থেকে সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন পরিচালক নীল মিল্টন।
Video link: https://youtu.be/VtXauqdmr54

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *