পঞ্চায়েত ভোটের আগে মিঠুনকে ময়দানে নামাচ্ছে বিজেপি
TODAYS বাংলা :জনসংযোগ বাড়াতে তৎপর গেরুয়া শিবির! পঞ্চায়েত ভোটের আগে মিঠুনকে ময়দানে নামাচ্ছে বিজেপি
জনসংযোগ বাড়াতে জোর গেরুয়া শিবিরের। সেজন্য পঞ্চায়েত ভোটের আগে মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামাচ্ছে বিজেপি। বিজেপির প্রচারের কর্মসূচির জন্য রাজ্যে আসছেন বলি তারকা। সূত্রের খবর, ২৭ নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় ঘোরার কর্মসূচি রয়েছে তার।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনেও মিঠুন চক্রবর্তীকে রাজ্যের নানা প্রান্তে সভা করতে দেখা গিয়েছিল। দলীয় প্রচার চালানো হয়েছিল তাকে দিয়ে। এবারও হয়তো সেই কৌশলই নিতে চায় বঙ্গ বিজেপি। দলীয় সূত্রে বলা হচ্ছে, পঞ্চায়েত ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বঙ্গ বিজেপি। সেজন্য প্রচারের কাজে লাগানো হবে মিঠুন চক্রবর্তীকে।