“পদ্মপুকুর বটতলা শিবমন্দির” কমিটির পক্ষ থেকে পালিত হলো নীল ষষ্ঠী
TODAYS বাংলা: আজ “পদ্মপুকুর বটতলা শিবমন্দির” কমিটির পক্ষ থেকে, নীল ষষ্ঠী উপলক্ষে দেবাদিদেব মহাদেবের, সকল সন্ন্যাসী, ভক্ত এবং জনগণের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

স্থানীয় ৬৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দিলীপ বোস রামদা সহ, ৭২ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি,
তথা মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সী নিজে হাতে বিতরণ করছেন এই প্রসাদ।


