পদ্মার ইলিশ ধরতে গিয়ে বাংলাদেশে আটক কাকদ্বীপের ৩১ জন মৎস্যজীবী
TODAYS বাংলা: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন একাধিক মৎস্যজীবী। তবে যে সে মাছ নয়। একেবারে রূপোলি ফসল। অর্থাৎ ইলিশ মাছ। তাও আবার যদি পদ্মার ইলিশ ধরা যায় তাহলে তো আর কথাই নেই। বাড়তি মুনাফা করা যাবে ফিরে এসে সেই মাছ বিক্রি করে। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। বরং এপার বাংলার মৎস্যজীবীরা ধরা পড়ে গেলেন ওপার বাংলায়। আর তা নিয়ে বিস্তর শোরগোল পড়ে গিয়েছে। এখন তাঁদের কী হবে সেটাই দেখার বিষয়। বাংলাদেশি নৌসেনার হাতে এমন কাজ করতে গিয়ে আটক হলেন কাকদ্বীপের দু’টি মৎস্যজীবীর ট্রলার। এই দু’টি ট্রলারে মোট ৩১ জন মৎস্যজীবী আছেন। এরা প্রত্যেকেই কাকদ্বীপ এলাকার বাসিন্দা।
