পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে এই মুহূর্তে আশঙ্কায় রয়েছে মোদি সরকার
TODAYS বাংলা: ইজ়রায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হানার পরে মোদী সরকার আশঙ্কা করছে, পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে অর্থনীতি তথা আন্তর্জাতিক বাণিজ্যে তার কালো ছায়া পড়বে।
বিশ্ব বাজারে অশোধিত তেলের দামও বাড়তে শুরু করেছে। এত দিন অশোধিত তেলের দাম কম থাকার সুযোগ নিয়েই দেশের বাজারে পেট্রল-ডিজ়েলের দাম কমানোর রাস্তা খুঁজছিল কেন্দ্র। ইরানের মদতপুষ্ট হিজ়বুল্লার সঙ্গে ইয়েমেনের হুথি জঙ্গিদের সুসম্পর্ক রয়েছে। হুথিরাই লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের উপরে হামলা চালায়।

ভারত সুয়েজ় খাল হয়ে এই পথেই ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন করে। ইজ়রায়েল-ইরান সংঘাত বাড়লে এই পথে যেতে সমস্যা তৈরি হবে বলে ভারতের রফতানিকারীরা দীর্ঘদিন ধরেই শঙ্কায় ছিলেন। এখন পণ্যবাহী জাহাজ অন্য পথে চালাতে হলে খরচ বাড়বে। জিনিসপত্রের দামও বাড়বে।