পারিবারিক বিবাদের জের জামাই কে পিটিয়ে মারল শশুর
TODAYS বাংলা, ব্যারাকপুর : কাঁচরাপাড়া সিটি বাজার সংলগ্ন এরিয়ায় পারিবারিক বিবাদের জেরে জামাই কে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে।

মৃত জামাইয়ের নাম অভিষেক সাউ। বয়স কুড়ির মৃত যুবকটি একটি মুরগি মাংসের দোকানে কাজ করতেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বীজপুর থানার পুলিশ, মূল অভিযুক্ত মৃতের শশুর বাপ্পা দাস ওরফে( কালু) সঞ্জনা দাস মাম্পি দাস এই তিনজনকে গ্রেপ্তার করে বিজপুর থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। কি কারনে ঘটনাটি ঘটেছে বীজপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে।

