পাহাড়ে বৃষ্টি নিয়ে লাল সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর
TODAYS বাংলা: শক্তি খুইয়ে দুর্বল হয়েছে নিম্নচাপ। তবু এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না রাজ্যবাসী। আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গও। বৃহস্পতিবার সকাল থেকেই আবার বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায়। আগামী ক’দিনও এমনই থাকবে বঙ্গের আবহাওয়া, জানিয়ে দিল আলিপুর।এমনিতেই টানা বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চল। তার মাঝে ফের নতুন এক দফা বৃষ্টিতে আশঙ্কায় সকলেই। তবে মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি।