পুজোর অনুদানের টাকায় নারীদের নিরাপত্তার জন্য বসানো হলো সিসিটিভি ক্যামেরা
TODAYS বাংলা: হুগলির প্রান্তিক পাণ্ডুয়ার গ্রাম রামেশ্বরপুরের এক অখ্যাত বারোয়ারি পুজো কমিটি। রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যান করছে না তারা। তবে সেই টাকা পুজোর বাহুল্যের কাজে ব্যবহার করবে না। পরিবর্তে গ্রামের জনবহুল চারটি মোড়ে ‘রাত পাহারা’র ব্যবস্থা করবে। দক্ষিণপাড়া বারোয়ারির উদ্যোগে চারটি উন্নতমানের সিসি ক্যামেরা বসিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষের, রাতে কাজ থেকে বাড়ি ফেরা মহিলাদের জন্য হচ্ছে এই ব্যবস্থা।
সাম্প্রতিক প্রতিবাদী আবহাওয়ায় যা উপস্থিত করছে ভিন্ন আঙ্গিক। উঠছে নতুন প্রশ্নও। ওয়াকিবহাল মহলের মতে, এও এক ভিন্ন স্বর।
