প্যান্ডেলে ঢুকে গেল আস্ত একটা ট্রাক, মাথায় হাত উদ্যোক্তাদের
TODAYS বাংলা: বুধবার রাতে হাওড়ার রানিহাটির ঘটনা। সাঁকরাইল থানার পুলিশ ২টি ক্রেন দিয়ে টেনে ট্রাকটিকে মণ্ডপ থেকে বার করে। পুজোর কয়েক দিন আগে এই ঘটনায় কপালে হাত উদ্যোক্তাদের।
রানিহাটিতে ১১৬ নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস লেনের একাংশ দখল করে তৈরি হয়েছে নবঘরা রাজার বাগান ক্লাবের পুজোমণ্ডপ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে স্টোনচিপস বোঝাই একটি ট্রাক। খবর পেয়ে উদ্যোক্তারা মণ্ডপের কাছে ছুটে আসেন। মণ্ডপের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। তারই মধ্যে এই বিপর্যয়ে মাথায় হাত তাঁদের।
