April 21, 2025 | Monday | 4:08 AM

প্যাশনকে এগিয়ে নিয়ে নিজের পরিচিতি করছেন মডেল স্বাতী

0

TODAYS বাংলা, শ্রেয়া দাস: স্বাতী দাশগুপ্তের মডেলিং জগতে আসা এই বছরেই শুরু তার। তিনি ভীষণই আত্মবিশ্বাসী তার নিজের কাজে। স্ট্রাগল বলতে একটা সাধারণ মানুষের মতোই মডেলিং এর ইচ্ছা অনেকদিন থেকেই ছিল নিজের প্যাশন টাকে অনুসরণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু কোথাও গিয়ে জীবনের বাঁধায় আটকে গিয়েছিলেন।

এর আগে মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সন্স ব্র্যান্ডের শ্যুট টিতে তিনি ছিলেন। ভীষণই মেকআপ, ড্রেস, পোজ সব কিছু নিয়েই তিনি একসাইটেড।
মডেলিং করার পাশপাশি তিনি গান শেখেন। নিউ কামার মডেলদের জন্য তিনি বললেন, ” ক্যামেরার সামনে কাজ করতে হবে, যত কাজ করবে তত বেশি অভিজ্ঞতা বাড়বে। TODAYS বাংলার মত প্ল্যাটফর্ম খুবই সাহায্য করে এই ক্ষেত্রে, ব্র্যান্ড শ্যুট, প্রমোশন সবকিছুই ভীষণ ভালো ভাবে হয়। আমার নিজের অভিজ্ঞতা খুব ভালো। ৩ টে কাজ করেছি এই নিয়ে। আবারও করবো।” স্বাতী সবরকমের শ্যুট করতেই ভালোবাসেন বিশেষ করে ওয়েস্টার্ন শ্যুট বেশি পছন্দের। TODAYS বাংলার নববর্ষের ম্যাগাজিন ও ক্যালেন্ডার শ্যুট করতে চলেছেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *