প্রফুল্লকানন বালক বৃন্দ (পূর্ব) – এর এবারের থিম ‘নিংড়ানো’
TODAYS বাংলা: প্রফুল্লকানন বালক বৃন্দ (পূর্ব) এবারে ৩১ বছরে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “নিমজ্জিত তিলোত্তমা”। তবে এবারে তাদের থিম হল ‘নিংড়ানো’। তাদের এই থিমের ভাবনার কারণ যারা নিচু শ্রেণিতে কাজ করে তারা ঠিক মতো তাদের পারিশ্রম পায় না তাদেরকে তাদের মালিকরা পুরো নিঙরে তাদের দিয়ে কাজ করিয়ে নেয়। সেই দিকটাই তুল ধরছেন তারা। আলোকসজ্জায় রয়েছেন সবিটা ইলেকট্রিক এন্ড সাউন্ড। শিল্পী হিসেবে রয়েছেন দেবতোষ কর।
