প্রবল বর্ষণে জলমগ্ন কলকাতা বিমানবন্দর
TODAYS বাংলা: দমদম বিমানবন্দরের বাইরে জল থইথই। টার্মিনালের ভেতরেও জল বেড়ে যাওয়ায় বিপর্যস্ত বিমান চলাচল। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রানওয়ে জলমগ্ন হওয়ার কারণে শনিবার বেলা ১ টা ১২ মিনিট থেকে ১ টা ৫২ মিনিট পর্যন্ত বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার দিনভর হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কলকাতায়। থামেনি রাতেও। এরপর শনিবার কাকভোরে বেদম বৃষ্টি হয়েছে শহরে। এ দিন ভোর ৪ ছেতে ৬টাপর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে তিলোত্তমায়। উত্তরে বৃষ্টির পরিমাণ দক্ষিণের তুলনায় বেশি। কিন্তু, এত বৃষ্টির পরও একেবারে অচেনা কলকাতা। কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, আমহার্স্ট্র স্ট্রিটে জল জমেনি। একই ছবি উল্টোডাঙারও।
