প্রভিডেন্ট ফান্ড বাবদ পুরকর্মীদের থেকে বকেয়া কেটে নিলেও তা জমা করেনি জলপাইগুড়ি পুরসভা
TODAYS বাংলা:
প্রভিডেন্ট ফান্ড বাবদ পুরকর্মীদের থেকে বকেয়া কেটে নিলেও তা জমা করেনি জলপাইগুড়ি পুরসভা। তাই জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ। সম্প্রতি প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের তরফে এক উচ্চপদস্থ আধিকারিক জলপাইগুড়ি পুরসভায় গিয়ে ফিনান্স অফিসারের সঙ্গে দেখা করেন। সেখানেই পিএফ বকেয়া থাকার প্রসঙ্গটি তুলে তিনি প্রয়োজনে পিএফ আইন অনুযায়ী করা পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন। সূত্রের খবর, টাকা বকেয়া থাকলে প্রয়োজনে পুরসভার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করার পদক্ষেপ নিতে পারে পিএফ কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বিপাকে পড়তে হতে পারে পুরসভা কর্তৃপক্ষকে।

উল্লেখ্য, প্রায় ৫ কোটি টাকা পিএফ বাবদ বকেয়া রেখে দিয়েছে জলপাইগুড়ি পুরসভা। এই পরিস্থিতিতে দ্রুত বকেয়া মেটানোর দাবি উঠেছে। যদিও পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, তারা বিভিন্ন সময়ে ধাপে ধাপে পিএফ-এর বকেয়া জমা করে আসছেন। এটা প্রমাণ করে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা দিতে তারা বদ্ধপরিকর।