April 20, 2025 | Sunday | 2:26 AM

প্রাথমিক তালিকায় নাম ছিল না, তাই নিয়ে কম জলঘোলা হয়নি!

0

প্রাথমিক তালিকায় নাম ছিল না। তাই নিয়ে কম জলঘোলা হয়নি! তবে যোগ্য সম্মান পেলেন মনু ভাকের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিলেন খেলরত্ন পুরস্কার। স্বাধীন ভারতে এক অলিম্পিক থেকে জোড়া পদক জয়ের নজির গড়েন শুটার মনু ভাকের। খেলরত্ন পেয়েছেন কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি.গুকেশও।অর্জুন পুরস্কার পেয়েছেন সরবজ্যোৎ সিং। অলিম্পিকে মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জেতেন তিনি।অলিম্পিকে ব্রোঞ্জজয়ী হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংকেও খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে। এছাড়াও ক্রীড়াজগতে সাফল্য আনায় একঝাঁক তারকাদের দেওয়া হয় অর্জুন পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার পেলেন ডেম্পো ও ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আর্মান্দো কোলাসো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *