প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শ্লীলতাহানির অভিযোগ
TODAYS বাংলা: রাস্তায় যাতায়াতের পথে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রায়শই প্রেমের প্রস্তাব দিতেন। কিন্তু বার বার প্রত্যাখ্যাত হয়ে রাস্তার মধ্যে তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এমনকি, খবর পেয়ে ছাত্রীর বাবা মেয়েকে রক্ষা করতে গেলে তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এমনই সমস্ত অভিযোগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ইমানুল হক ওরফে শুভ। যে অভিযোগটি উঠেছে সেটা শুক্রবারের ঘটনা। পরিবারের দাবি, রাস্তায় আসা যাওয়ার পথে তাদের মেয়েকে উত্ত্যক্ত করতেন যুবক। শুক্রবার ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। ইমানুল তার রাস্তা আটকে দাঁড়ান। আবার প্রেমের প্রস্তাব দেন। সরাসরি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে ছাত্রী। অভিযোগ, তার পরেই ওই যুবক ছাত্রীকে অ্যাসিড হামলার হুমকি দেন এবং রাস্তার মধ্যে ছাত্রীর শ্লীলতাহানি করেন।