প্রেসিডেন্সি জেলে জায়গা হলো সন্দীপ ঘোষের
TODAYS বাংলা: আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ চার জন। মঙ্গলবার সন্দীপ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলির বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। বুধবার থেকেই সন্দীপদের ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে। আপাতত ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তাঁরা।সন্দীপ এখন রয়েছেন প্রেসিডেন্সি জেলের ১০ নম্বর সেলে।

সেখানে সর্বক্ষণের জন্য মোতায়েন রয়েছেন নিরাপত্তারক্ষীরাও। প্রথমে তাঁকে ২২ থেকে ৪৪ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর সেলে রাখা হয়েছিল। পরে তাঁকে ‘পহেলা ২২’ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর সেলে স্থানান্তরিত করা হয়। সকালে খাবার খেয়েছেন তিনি। সন্দীপের সঙ্গে একই ওয়ার্ডের পৃথক সেলে বন্দি আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত যুবক। রয়েছেন সুমন, বিপ্লবরাও। তবে কারও সঙ্গে কারও দেখা সাক্ষাৎ হওয়ার জো নেই! এই ভাবেই কাটছে দিন।