April 20, 2025 | Sunday | 7:21 PM

প্রয়াস কমিউনিকেশন – এর প্রথম প্রয়াস ENHANCE 2022

0

TODAYS বাংলা, প্রীতি পাত্র: প্রয়াস কমিউনিকেশন – এর প্রথম প্রয়াস ENHANCE 2022 । ২৪ মার্চ প্রয়াস কমিউনিকেশনের তরফ থেকে The Pearl hotel-এ অনুষ্ঠিত হয়ে গেল ENHANCE 2022 ।

র‍্যাম্প ওয়ার্ক, নৃত্য পরিবেশন , সঙ্গীত, ম‍্যাগাজিন লঞ্চ সবকিছুর মধ্যেই আজ যেন সাফল্যের শিখরে স্থান লাভ করল প্রয়াস কমিউনিকেশন – এর প্রথম প্রয়াস ENHANCE 2022।

শুধু এখানে শেষ নয় এইদিন সমাজে নিজের কাজের জন্য এগিয়ে থাকা কিছু মানুষকে তারা প্রয়াস সম্মান প্রদান করে তাদের সম্মানিত করেন । আর এই সবকিছুর পেছনে অবদান রয়েছে প্রয়াস কমিউনিকেশনের সৃষ্টি কর্তা প্রসেনজিৎ দাস।

এইদিন তিনি বলেন, ” মডেলিং মানে আমার কাছে বাহিক‍্য সৌন্দর্য নয়। একজন ভালো মনের ও কর্মঠ মানুষ সবসময় তার লক্ষ্যে পৌঁছতে পারে তার জন্য তার সুন্দর হওয়াটা কখনও মূল‍্যবান হতে পারেনা। আর এমন মানুষ দের খুঁজে বের করা ও নতুন দের সুযোগ দেওয়ার জন‍্যই আমার এই প্রয়াস।”

আর তার কথার সত‍্যতা পাওয়া যায় এইদিনের র‍্যাম্প শো থেকেই। সমস্ত নতুন মডেলদের নিয়েই অনুষ্ঠিত হয় তার এইদিনের র‍্যাম্প শো। প্রয়াস কমিউনিকেশন – এর প্রথম প্রয়াস ENHANCE 2022 – এর সবথেকে বড়ো আর্কষন , এইদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস ও ইশানী ঘোষ।

এছাড়াও এখানে উপস্থিত হয়েছিল বিশিষ্ঠ ব‍্যাক্তিত্বরা। এখানে উপস্থিত সমস্ত অতিথির হাতে তুলে দেওয়া হয় প্রয়াস সম্মান। অভিজ্ঞতাসম্পন্ন ও অভিজ্ঞতাহীন মানুষদের নিয়েই একেবারে জমে উঠেছিল প্রয়াস কমিউনিকেশনের আয়োজিত ENHANCE 2022। এককথায় বলা যায় প্রথম বারেই জয়ের মুকুট মাথায়।

উল্লেখযোগ্য , এইদিন প্রয়াস কমিউনিকেশনের প্রথম ম‍্যাগাজিন GLAMLIFE – এর শুভ উদ্বোধন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *