ফিজিওথেরপিস্ট থেকে মডেল প্রীতিলেখা
TODAYS বাংলা: ফিজিওথেরপিস্ট থেকে মডেল প্রীতিলেখা দাস। তার মডেলিং জগতে আসা ২০২২ এর ভোগিস্টার অফিসিয়ালস অনলাইন অডিশনের মাধ্যমে। শুধু তাই নয় এরপর ২৪ সেপ্টেম্বর এ বাংলার সেরা মুখ নাম এর বিউটি পেইজেন্ট এ অংশগ্রহনও করেন তিনি।

ভালো লাগার তালিকা অনেকটাই। তালিকায় রয়েছে তিনি গান গাওয়ার আগ্রহ রাখেন( রবীন্দ্র সংগীত, বাংলা লোক, বলিউড এবং বাংলা টলিউড গান)অঙ্কন, নাচ, ফটোগ্রাফি, মডেলিং, রিলস তৈরি, ভ্রমণ, কবিতা রচনা বাংলা/হিন্দিতে, সিনেমা দেখা ইত্যাদি। কনজারভেটিভ পরিবারে মানুষ হওয়ায় মডেলিং নিয়ে কারোরই সেরম খুব একটা আগ্রহ ছিলনা।

কারণ সমাজের কিছু ভ্রান্ত ধারণার আড়ালে সকলকে গুটিয়ে নিতে হয়। তবুও তার মা তাকে ভীষণ সাপোর্ট করেন। প্রীতিলেখা চান যাতে এই সমাজের কিছু ভাবধারা পরিবর্তন হোক। নিজের কাজের মধ্যে দিয়ে তিনি তা করবেন।

TODAYS বাংলা – র পরবর্তী মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সন্স এর শুটে তাকে মডেল হিসাবে দেখা যাবে।
