ফুঁসছে ওমিক্রণের নতুন বৈকল্পিক Omicron BA.2
তৃতীয় ঢেউয়ের রেশ মিটতে না মিটতে এবার ফুঁসছে ওমিক্রণের নতুন বৈকল্পিক Omicron BA.2।
ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, আমেরিকায় প্রথম এই ভাইরাসের সন্ধান পাওয়া যায় গত জানুয়ারিতে।

মাত্র দেড় মাসের মধ্যে এই ভাইরাস মারাত্মক আকারে আমেরিকার বিভিন্নপ্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করেছে। কোভিড-১৯-য়ে আক্রান্তদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ Omicron BA.2 ভাইরাসে আক্রান্ত।

হোয়াইট হাউজের চিফ মেডিক্যাল অফিসার অ্যান্টনি ফউসি জানিয়েছেন, ওমিক্রনের থেকে এই ভাইরাস আরও বেশি সংক্রামক।

তবে প্রাণঘাতী নয়।আমেরিকার পাশাপাশি ব্রিটেনেও এই ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এদিকে, চিনে আবার নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় বহু প্রদেশে জারি করা হয়েছে বিধিনিষেধ।
