ফুটবল বিশ্বকাপে বাংলা থেকে রফতানি হতে চলেছে মাংস, ছড়াপত্র কেন্দ্রের
Todays bangla :বাঙালি মানেই মাটন প্রেমী। আর সেই মাটন যদি আসে ফুটবল বিশ্বকাপে! শুনতে একটু অন্যরকম লাগলেও হতে চলেছে এমনটাই। কাতারে বিশ্বকাপ ফুটবলের সময় দেশ-বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ ফুটবল প্রেমীদের মন জয় করতে এবার স্বদেশে পাড়ি দেবে বাংলার নিজস্ব মাংসের ব্র্যান্ড। এবছর অর্থাৎ ২০২২ সালে প্রথম বাংলা থেকে মাংস রফতানি হবে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে। মাংস রফতানি করবে ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ইতিমধ্যেই রাজ্য সরকারের অধীনে থাকা এই সংস্থা কেন্দ্রের ছড়াপত্র পেয়েছে।

প্রসঙ্গত, কাতারে আমদানিকারক সংস্থার চাহিদা অনুযায়ী গোটা প্রাণীদেহ পাঠানো হচ্ছে। সেখানে গোটা মাসে ছয়টি ধাপে মাংস যাবে প্রায় সাত টনের মতো। রাজ্য প্রাণী সম্পদ দপ্তর সূত্রের খবর, দেশি মাটনের খ্যাতি বিশ্ব জুড়ে। সেই স্বাদ পেতে চলেছে বিশ্বের সমস্ত খাদ্য প্রেমীরা। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কাতার থেকে বিপুল মাংসের বরাত পেয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই মাংস বেঁচে লাভের মুখ দেখতে পারে বাংলা।
জানা গিয়েছে, সব মিলিয়ে মাসিক প্রায় এক কোটি টাকার বিদেশি মুদ্রা আসতে পারে। তবে কাতার ছারাও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও সরবরাহ করতে হবে এই মাংস।