ফেক ভিডিয়ো ধরলেই মহিলাদের পুরস্কার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
TODAYS বাংলা: এ দিন পুজো উদ্বোধনে গিয়ে শুরু থেকেই সাইবার ক্রাইমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। প্রসঙ্গ তোলেন এআই টেকনোলজির। বলেন, “আজকের দিনে এআই বেরিয়েছে। আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার বক্তৃতা শুনবেন কিন্তু ওইটা আমি নই। ফেক। এটাই এআই। এখন সাইবার ক্রাইম বেশি হচ্ছে। আর সাইবার ক্রাইম করে তারাই এদের বেশি মদত দিয়ে চলে।”ফেক ভিডিয়ো, সাইবার ক্রাইম নিয়ে কার্যত রুষ্ট তিনি। আর তাই পুজোর আগে রাজ্যের মহিলাদের কাঁধে তুলে দিলেন ‘গুরু’ দায়িত্ব। শুধু তাই নয়, যে সকল মেয়েরা এই দায়িত্ব পালনে সক্ষম হবেন, তাঁদের জন্য পুরস্কার ঘোষণার পাশাপাশি, চাকরির দেওয়ারও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।