ফের আশঙ্কা ঘূর্ণিঝড়ের।
TODAYS বাংলা: রাষ্ট্রপুঞ্জের Intergovernmental Panel for Climate Change বা IPCC-র তরফ থেকে একের পর এক ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে।

অন্যদিকে ভারতের যে সকল শহরের ক্ষেত্রে এমন সর্তকতা জারি করা হয়েছে সেই সকল শহরের তালিকায় প্রথমেই রয়েছে কলকাতা।

এর কারণ হিসেবে IPCC বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনকে কারণ হিসেবে উল্লেখ করেছে।
IPCC সোমবার এই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি রিপোর্ট তুলে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের হাতে।

এই রিপোর্টে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এই রিপোর্টে যেসকল শহর ঝুঁকির মধ্যে রয়েছে সেই তালিকায় কলকাতা ছাড়াও ভারতের আরও কয়েকটি শহর রয়েছে বলে জানা যাচ্ছে। ভারত ছাড়াও পৃথিবীর আরও কয়েকটি শহরকেও এই তালিকায় ঝুঁকিপূর্ণ ভাবে দেখানো হয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত পাঁচ বছরে ঘূর্ণিঝড়ের পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সবচেয়ে বেশি আঘাত হেনেছে ঘূর্ণিঝড়।
