April 19, 2025 | Saturday | 11:47 PM

ফের উত্তপ্ত আর জি কর মেডিক্যাল কলেজ

0

Todays বাংলা: বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়াদের দুই সংগঠনের গোলমালের জেরে। সোমবার তৃণমূল ছাত্র পরিষদ ও স্টুডেন্টস ইউনিটি- এই দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সোমবার আর জি কর মেডিক্যাল কলেজে ছিল এমবিবিএস-এর চূড়ান্ত বর্ষের পরীক্ষা।
পরীক্ষার শেষে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও সমর্থকেরা যখন বেরোচ্ছিলেন, তখন তাঁদের কয়েক জনের উপরে আচমকাই হামলা চালান আর জি করের জুনিয়র চিকিত্‍সকদের সংগঠন স্টুডেন্টস ইউনিটির সদস্যেরা।

বহিরাগতদেরও নিয়ে আসা হয়েছিল বলেও অভিযোগ জানান হয়। প্রায় আধ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। খবর পাওয়ার পর টালা থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দাবি, কয়েক মাস আগে আর জি করে অচলাবস্থা তৈরি করেছিলেন স্টুডেন্টস ইউনিটির সদস্যেরা।

তার প্রতিবাদ করেছিল ছাত্র পরিষদ। সেই ঘটনার প্রতিশোধ নিতেই পরীক্ষার সময়ে ইচ্ছাকৃত ভাবে হামলা চালানো হয়েছে। মারধরের ফলে কয়েক জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করছেন স্টুডেন্টস ইউনিটির সদস্যেরা। তাঁরা জানাচ্ছেন, ঘটনার সূত্রপাত ১৯ মার্চ।

ওই দিন বিকেলে এক ইন্টার্ন কাজের ফাঁকে চা খেতে বেরিয়েছিলেন। তিনি কয়েক মাস আগে আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা তাঁকে বেধড়ক মারধর করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *