ফের গীতাপাঠের কর্মসূচি, কবে হতে চলেছে?
TODAYS বাংলা: বিভিন্ন সংগঠনকে নিয়ে তৈরি ‘সনাতন সংস্কৃতি সংসদ’ ১ সেপ্টেম্বর শিলিগুড়িতে বৈঠকে বসছে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, শিলিগুড়ির কাছে কোনও বড় মাঠে আগামী ১৪ বা ১৫ ডিসেম্বর হবে প্রথম গীতাপাঠের কর্মসূচিটি। উত্তরবঙ্গের পরে মধ্যবঙ্গের বর্ধমানে বসবে দ্বিতীয় গীতাপাঠের আসর।

শেষে ২০২৫ সালের প্রথম দিকেই ব্রিগেড সমাবেশ বলে জানিয়েছেন সংসদের প্রধান তথা ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ (স্বামী প্রদীপ্তানন্দ)। যিনি লোকসভা ভোটের অব্যবহিত আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের মুখে পড়েছিলেন।তবে হিন্দুত্বের বার্তা দেওয়াই যে কার্তিক মহারাজদের ‘প্রধান উদ্দেশ্য’, তা স্পষ্ট হতে চলেছে চলতি মাসেই। সংসদের পরিকল্পনা আছে আগামী ১৭ অগস্ট কলকাতায় শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কাছে একটি সমাবেশ করার। কার্তিক মহারাজ বলেন, ‘‘ওই দিন সমাবেশ নয়, হিন্দু ধর্ম সম্মেলন হবে। রাজ্যের সব প্রধান ধর্মীয় সংগঠনের প্রতিনিধিত্ব থাকবে।’’