ফের ছিনতাই শিলিগুড়িতে
TODAYS বাংলা: ঘটনা সূত্রে জানা যায় ঋজু রায় ডিটিএইচ কর্মী।রবিবার রাত সাড়ে দশটা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরছিলেন।সেইসময় ভবেশমোড় এলাকায় গাড়ি থামিয়ে শৌচকর্ম করতে যান।অভিযোগ, সেইসময়ই কয়েকজন দুষ্কৃতি তাঁর গাড়ি ভাঙচুর করে এবং টাকার দাবি করে।এরপর টাকা দিতে না চাইলে হকি স্টিক ও ধারালো অস্ত্র দিয়ে যুবককে মারধর করে বলে অভিযোগ।এরপর গাড়িতে রাখা ২৭ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।

ঘটনার পর যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।প্রাথমিক চিকিৎসা করার পর রাতেই গোটা ঘটনা নিয়ে সঞ্জয় দাস সহ আরও দুজনের নামে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঋজু রায়।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।