ফের বন্ধ বাগডোগরা এয়ারপোর্ট
Todays বাংলা: আবার বন্ধ হয়ে গেল বাগডোগরা এয়ারপোর্ট।আজ সকাল থেকেই শুরু হয়েছিল বাগডোগরা এয়ারপোর্টের রানওয়ের গন্ডগোল।কিছুক্ষন চেষ্টা করবার পরে এয়ারপোর্ট বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেন এয়ারপোর্ট কতৃপক্ষ।

কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে বিকেল থেকে চেষ্টা করা হবে উড়ান চালানোর।যদি না পারা যায় তবে কাল থেকে উড়ান চালানো হবে।আজ সকালে বেশ কয়েক ঘন্টা ধরে উড়ান চালাবার পরে কতৃপক্ষ ঘোষনা করে আবার রানওয়েতে গন্ডগোল দেখা দিয়েছে।

আপাতত উড়ান বন্ধ করে রাখা হবে।বিকেল থেকে উড়ান চালু হলেও তা ঘুরপথে চালানো হবে।এই ঘোষনা হবার পরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

তাদের বক্তব্যে এত টাকা দিয়ে টিকিট কাটবার পরে যদি উড়ান বাতিল হয়ে যায় তবে টিকিট কাটাই অনিশ্চয়তার মধ্যে পড়বে।তবে কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে বিকেল থেকেই উড়ান চালানোর চেষ্টা করা হবে।
