ফের রাজ্য সরকার বার্ধক্য ভাতা নিয়ে দুর্দান্ত ঘোষণা করলেন
TODAYS বাংলা: উৎসবের আবহে বড় সুখবর দিল রাজ্য সরকার। এবার বার্ধক্য ভাতা নিয়ে রাজ্যের প্রবীণ নাগরিকদের সুখবর দিল সরকার। পুজোর ছুটির পর দ্রুত সমস্ত প্রক্রিয়া শেষ করে যাতে শীঘ্রই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যায় সেই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। কেন্দ্রের তরফে ৩০০ টাকা দেওয়া হয়। বাকিটা দেয় রাজ্য। তবে শুধুমাত্র ৮০ বছরের বেশি বয়সিদের জন্য কেন্দ্র দেয় ৫০০ টাকা করে। বাকিটা ভরতে হয় রাজ্যকে।এবার সেই প্রকল্পেই বাড়ছে সুবিধাভোগীদের সংখ্যা। জানা গিয়েছে কেন্দ্রের প্রধান করা অর্থও ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। তথ্য অনুযায়ী, রাজ্যের কোষাগার থেকে মোট ১৫০ কোটি টাকা বার্ধক্য ভাতার জন্য জন্য খরচ করা হয়ে থাকে। এবার সেই প্রকল্পে জুড়ছে আরও ১ লক্ষ ৫০ হাজার বৃদ্ধ-বৃদ্ধাদের নাম।