ফেসবুক-টুইটারের পর এবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া KOO APP এ যোগদান মুখ্যমন্ত্রীর
Todays bangla : সোশ্যাল মিডিয়ায় ক্রমশ জনপ্রিয় হচ্ছে KOO APP। গত কয়েক মাসে রাজনৈতিক মহলে জনপ্রিয় হচ্ছে এই অ্যাপ। চলতি মাসেই এই অ্যাপটির সঙ্গে যুক্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ইউসার হ্যান্ডেলটি হল @Mamtaofficial। যার মাধ্যমে সমস্ত সোশ্যাল অ্যাপে সক্রিয় থাকতে পারবে মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ৫০ লক্ষ গ্রামীণ এলাকায় পরিষ্কার জল সরবরাহের জন্য কল সংযোগের কথা জানিয়েছেন তিনি। কু অ্যাপে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন সংস্থার সিই ও এবং সহ প্রতিষ্ঠাতা অপ্রমেয়া রাধাকৃষ্ণ। সংস্থার তরফে জানানো হয়েছে, সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যান্য অনেক নেতা যুক্ত হয়েছে এই অ্যাপে। এছাড়াও AITC র অফিশিয়াল অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাপে। সোশ্যাল মিডিয়ায় এই অ্যাপটি লঞ্চ হয়েছে ২০২০ সালে মার্চ মাসে। ভারতীয়রা মাতৃভাষায় এই প্লাটফ্রমে নিজেদের মতামত জানতে পারেন। এই অ্যাপে রয়েছে ট্রান্সলেশনের ফিচার। এর ফলে অনেক ইউসার এখানে যুক্ত হতে পারে।
উল্লেখ্য, কু অ্যাপে রয়েছে ১০ টি ভাষার সাপোর্ট। ভারতের ১০ টি অঞ্চলে কু অ্যাপের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারবেন ইউসাররা। বর্তমানে ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মরাঠি, কন্নড়, গুজরাটি, পাঞ্জাবী ভাষায় সাপোর্ট রয়েছে। এই অ্যাপে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার হয়ে দারিয়েছে ৪৩.৫ কে।