বড়দিন উপলক্ষে গঙ্গারামপুরের ক্যাথলিক চার্চে ভিড় জেলাবাসি সহ স্থানীয়দের
প্রতিবারের মতো এবারের বড়দিনের উৎসবে মেতে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের রাজিবপুর ক্যাথলিক চার্চ।বড়দিন উপলক্ষ্যে গির্জার পাশে বসেছে বিশাল এক মেলা। এদিন সকাল থেকে প্রার্থনা করতে চার্চে ভিড় জমায় খিষ্টান ধর্মাবলী মানুষজন।সেইসঙ্গে জেলার ঐতিহাসিক স্থান বানগরেও ভিড় জমান পর্যটকরা। প্রসঙ্গত, আজ ২৫শে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন। প্রতিবছর দিনটি সাড়ম্বরে পালন করে থাকে খ্রিস্টান ধর্মের মানুষজন।প্রতিবারের মতো এবারেও দিনটি পালনের উদ্যোগ নেয় গঙ্গারামপুরের ক্যাথলিক চার্চ। সেইমতো সাজিয়ে তোলা হয় রাজিবপুর ক্যাথলিক চার্চ।এদিন সকাল থেকে প্রার্থনা করতে চার্চে ভিড় জমান খ্রিস্টান ধর্মের মানুষজন। এদিকে বড়দিন উপলক্ষ্যে গঙ্গারামপুরের ঐতিহাসিক স্থান বানগরেও ভিড় জমান পর্যটকরা। এইদিন চার্চে গঙ্গারামপুর শহর সহ জেলা বাসীদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।