বনধকে বাংলার মানুষ ব্যর্থ করবে: বিজেপিকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ
TODAYS বাংলা: একদিকে ছাত্র সমাজ অশান্তি তৈরি করল ব্যারিকেড ভেঙে। অপরদিকে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাসের শেল এবং জলকামান ব্যবহার করল। সুতরাং এই ছাত্র আন্দোলন নিয়ে যে হাঁকডাক করা হয়েছিল সেটা দেখা গেল না বাস্তবে। আর নেপথ্যে গেরুয়া শিবির ছিল বলেই আগামীকাল বুধবার বিজেপি ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’–এর ব্যানারে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানকে ‘রক্তক্ষয়ী’ করার চক্রান্তের হদিশ পেয়েছে পুলিশ।

‘বডি না পড়লে’ আন্দোলনের ঝাঁঝ বাড়ানো যাবে না—ঘাটালের তিন বিজেপি নেতার কথার ভাইরাল ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল) সামনে এসেছিল। তারপরও পুলিশ সংযত হয়ে এই মিছিল মোকাবিলা করেছে। যারা গ্রেফতার হয়েছে তাদের ছাড়াতে বিজেপি এখন লালবাজারে গিয়েছে। তবে বনধ নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামীকাল বাংলা বনধ হবে না। বিজেপির প্রস্তাবিত বাংলা বনধ রুখতে সবরকম ব্যবস্থা নেবে সরকার।’