April 21, 2025 | Monday | 5:03 PM

বন্ধ পার্ক স্ট্রীট উড়ালপুল

0

সৃঞ্চিনী পোদ্দার,পার্কস্ট্রীটঃ আগামীকাল অর্থ্যাৎ ৭ই জানুয়ারি রাত ১০টা থেকে আগামী ১১ই জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে পার্ক স্ট্রীট উড়ালপুল। উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষা নিরিক্ষা করার জন্যে গতকাল রাত থেকেই বন্ধ রাখা হয়েছে সেতুটি। সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, আগামীতে যাতে বড়ো কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্যে তৎপর হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে । 

কলকাতার অন্যতম ব্যস্ততম এই সেতুটি। বন্ধ থাকার জেরে নিত্যযাত্রীদের যথেষ্টই ভোগান্তির শিকার হতে হচ্ছে। জানা যাচ্ছে, পার্ক স্ট্রীট উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষা নিরিক্ষা করার মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু করা হলো। এর পর একে একে গড়িয়াহাট, চিৎপুর লকগেট থেকে শুরু করে দমদম নাগের বাজার উড়ালপুল সংস্কারের কাজে আগামীতে এইভাবে বন্ধ রাখা হতে পারে। তবে নিত্যযাত্রীদের যাতায়াতে খুব বেশি যাতে অসুবিধা না হয় তার জন্যে ৮ ঘন্টার মধ্যে এ জে সি বোস উড়ালপুলের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।   

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *