বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী
TODAYS বাংলা: রাজ্যে বন্যাপরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই দাবি উড়িয়ে দিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। এক বিবৃতি জারি করে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জল ছাড়ার আগে নিয়ম মেনে সমস্ত সতর্কতা পাঠানো হয়েছিল রাজ্যকে। বাঁধের সুরক্ষায় বৃষ্টি হলে জল ছাড়তেই হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য উড়িয়ে জলশক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে জল ছাড়া হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। ডিভিসিতে রাজ্য সরকারের প্রতিনিধি রয়েছেন। তাঁর মাধ্যমে রাজ্য সরকারকে তথ্য পৌঁছে দিয়ে তবেই জল ছাড়া হয়েছে বাঁধ থেকে। তাছাড়া ১৬ ও ১৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ ও লাগোয়া ছোটনাগপুরের মালভূমিতে ভারী বৃষ্টি হবে বলে আগে থেকে জানিয়েছিল মৌসম ভবন। এছাড়া সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের ধরণ সম্পর্কেও পশ্চিমবঙ্গ সরকারকে অবহিত করা হয়েছে। বৃষ্টি হলে বাঁধ রক্ষা করতে গেলে জল ছাড়তে হবেই।