বরানগরে ন-পাড়া উদয়ন সংঘের শ্যামাপূজার কিছু মুহূর্ত
TODAYS বাংলা: দুর্গা পুজোর পর দেখতে দেখতে কালীপুজোর পালা চলে এলো। মা দুর্গা আসেন এখানে ৫ দিন থাকেন। কিন্তু মা কালী আসেন একদিনেই সব আনন্দ আর রোশনাই নিয়ে আসেন। মা শ্যামা নাকি অন্ধকারের দেবী কিন্তু তার আরাধনার দিনে চারদিকে প্রদীপ, আতশবাজি এর ধুম থাকে। শ্যামার আরাধনায় সব জায়গায় পুজো মণ্ডপ প্রতিমা ও আলোকসজ্জার ব্যবস্থা করেন। এবারেও কোন পুজো কমিটি কি করেছেন জেনে নেব।
বরানগরে ন-পাড়া উদয়ন সংঘের দীপান্বিতা রাতের কালী পুজোর বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত।
এবছর পুজো ৬৯বর্ষে পর্দাপন করল।



