বাঁশদ্রোণী উদয়ন পার্ক এসোসিয়েশনের থিম ‘ যন্ত্রণা ‘
TODAYS বাংলা: দুর্গা পুজোর পর দেখতে দেখতে কালীপুজোর পালা চলে এলো। মা দুর্গা আসেন এখানে ৫ দিন থাকেন। কিন্তু মা কালী আসেন একদিনেই সব আনন্দ আর রোশনাই নিয়ে আসেন। মা শ্যামা নাকি অন্ধকারের দেবী কিন্তু তার আরাধনার দিনে চারদিকে প্রদীপ, আতশবাজি এর ধুম থাকে। শ্যামার আরাধনায় সব জায়গায় পুজো মণ্ডপ প্রতিমা ও আলোকসজ্জার ব্যবস্থা করেন। এবারেও কোন পুজো কমিটি কি করেছেন জেনে নেব।


১) পুজো সংগঠনের নাম: বাঁশদ্রোণী উদয়ন পার্ক এসোসিয়েশন
২) পুজো সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির নাম: রাজশেখর চ্যাটার্জি ও সুশান্ত দত্ত

৩) পুজো সংগঠনের ২০২২- এর ভাবনা: যন্ত্রণা
৪) থিম শিল্পী ও প্রতিমা শিল্পীর নাম: সুরজিত রায়চৌধুরী ও উত্তম দে
৫) ৫৪ তম বর্ষের পুজো
৪) থিম শিল্পী ও প্রতিমা শিল্পীর নাম: সুরজিত রায়চৌধুরী ও উত্তম দে
৫) ৫৪ তম বর্ষের পুজো