বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্র
TODAYS বাংলা: অবশেষে বাংলাকে ক্লাসিকাল ভাষার মর্যাদা দিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হল। বাংলার সঙ্গেই মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়াকেও ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। বাংলার গর্বের দিন আজ। বাংলার মুখ্য়মন্ত্রী এনিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। তিনি মোদীকে লেখা সেই চিঠিতে উল্লেখ করেছিলেন, আমরা এনিয়ে গবেষণা করেছি। একাধিক বৈজ্ঞানিক তথ্য আমরা সংগ্রহ করেছি। সেখানে দেখা গিয়েছে বাংলা ভাষা প্রায় ২.৫ হাজার বছরের পুরনো।

তিনি আরও লিখেছিলেন, এই ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার যোগ্য। কেন্দ্রের এই ঘোষণার পরে এক্স হ্যান্ডেলে লিখেছেন বাংলার মুখ্য়মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, আমি অত্যন্ত খুশি বেঙ্গলি বা বাংলা ভাষাকে ক্লাসিকাল ভাষার মর্যাদা দিয়েছে ভারত সরকার। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই মর্যাদা আদায়ের জন্য চেষ্টা করছিলাম। আমাদের দাবির ভিত্তিতে আমরা তিন ভলিউম গবেষণাপত্র জমা দিয়েছিলাম। তবে কেন্দ্রীয় সরকার আমাদের সেই গবেষণাকে মেনে নিয়েছে।