বাংলা বনধে সায় নেই প্রতিবাদী চিকিৎসকদের
TODAYS বাংলা: নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমজ’। তবে সেই কর্মসূচিতে সায় ছিল না আরজি করের প্রতিবাদী চিকিৎসকদের। এদিকে গতকালকের সেই নবান্ন অভিযানে ‘পুলিশি অত্যাচার’-এর প্রতিবাদে আজ আবার বাংলা বনধ ডেকেছে বিজেপি। তবে এই বাংলা বনধেও সায় নেই প্রতিবাদী চিকিৎসকদের। অবশ্য আজ পৃথক ভাবে চিকিৎসক খুনের ইস্যুতে পথে নামছেন আরজি করের চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য, তাঁরা শান্তিপূর্ণ পথে আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচার চান। পুলিশের সঙ্গে সংঘাতে তারা যেতে চান না। তবে আজ ন্যায়বিচারের দাবি জানিয়ে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
