April 22, 2025 | Tuesday | 12:23 PM

বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালের মহিলা ডাক্তারকে হুমকি, গ্রেফতার ১

0

TODAYS বাংলা: শহরের এক বেসরকারি হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ‘আরজি কর করে দেব’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। রোগীর পরিবারের এই ধরনের মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ওই মহিলা চিকিৎসক তাঁর সহকর্মীদের বিষয়টি জানান। তার পর তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। কর্তৃপক্ষকে লিখিত ভাবে অভিযোগও জানিয়েছেন ওই চিকিৎসক।

রোগীর পরিবারের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগপত্রে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বর এক মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। সেই রোগীর পুত্র এবং তাঁর বন্ধুরা চিকিৎসককে হেনস্থা করেন। তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছেন। শুধু তা-ই নয়, মহিলা চিকিৎসককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং হুমকিও দিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *