বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ- এর এবারের থিম ‘অঙ্কুর’
TODAYS বাংলা: বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ এবারে ৭৪ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “বন্ধনেই জয়”। তবে এবারে তাদের থিম হল ‘ অঙ্কুর’। তাদের এই থিমের ভাবনা হলো ভ্রুণ থেকে শুরু করে প্রসব অবধি প্রথম মাতৃত্বের যাত্রাপথে অনুভূতি। এই যাত্রাপথে হবু মায়েদের নানারকম অসুবিধার সম্মুখীন হতে হয় যা অনেকের ক্ষেত্রেই বিভিন্ন কারণে সামাল দেওয়া খুব কঠিন হয়।
সেই সকল মায়েদের সঠিক ভাবে ডাক্তারী পরামর্শে এই যাত্রাপথকে সফল ভাবে অতিক্রম করানোর উদ্দেশ্যে এই ভাবনা। জুলাই মাসের শেষ সপ্তাহে থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন সমীর রায় চৌধুরী। শিল্পী হিসেবে রয়েছেন প্রতিমা- পরিমল পাল, সৃজনে – ঔমিত্র দাস। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে যেখানে মহালয়ার সকালে ২৫ জন মা-কে মাতৃপূজা দিয়ে সম্মানিত করা হবে। আর ১০ জন ভাবি মায়ের নাম নথিভুক্ত করে ফ্রি চেক আপের ব্যবস্থা করা হবে।
